ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২৫
ছাতকে আবর্জনা নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২৫জন আহত হয়েছেন। এতে গুরুতর আহতদের ছাতক হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোগলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ড্রেনের চলমান নির্মাণ কাজের উত্তোলিত আবর্জনা নেয়াকে কেন্দ্র করে মোগলপাড়া এলাকার বাসিন্দা মনির মিয়া ও তজম্মুল আলীর মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত শামছুল ইসলাম(৪৫), শুকুর আলী(২৩), কয়েছ(২০), কাউছার(২৫), আতুরা বেগম(৪৫), রাসেল মিয়া(২৮), রাবেয়া বেগম(৩৫), নীলবানু(৬০), আতিক(১৫), মাহদী(২০), সুমন(২৪), খালিক মিয়া(২৯), মনির মিয়া(৪৫), শারমিন(২৪), জাহিদ(১৫), রেশমা বেগম(১৮), বুরহান উদ্দিন(৩৫) সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।