সিলেটে বিএনপির বিক্ষোভ
সিলেটে পুলিশের ব্যারিকেডের মধ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে বিএনপি। একই সময় বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল করা হয়। তবে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল বেলা ২টায় বিএনপির কর্মীরা নগরীর দরগাহ এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি চৌহাট্রা এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন- দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় তিন বারের সাবেক প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় সাজা প্রদান করা হয়েছে।
এর মাধ্যমে আওয়ামী অবৈধ বাকশালী সরকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ। এদিকে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিলটি গতকাল বাদ জুমা নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে জেল রোড পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিফতাউল কবীর মিফতার পরিচালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন- নাজিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, রুজেল আহমদ চৌধুরী, খালেদুর রশীদ ঝলক, আব্দুল হান্নান, রাহাত বক্ত রাক্কু, তসির আলী, দেওয়ান কামরান, আব্দুল মতিন, সুমন শিকদার, দেওয়ান নিজাম খান, নাসির উদ্দিন, মাসুক গাজী, লাহিন চৌধুরী, শামিম আহমেদ, মিজানুর রহমান নিজাম প্রমুখ।