গ্রাম অঞ্চলে ডিজিটাল শিক্ষা
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই যুগে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসা,কলেজ,স্কুলে ডিজিটাল শিক্ষা চালু হয়েছে। বিশেষ করে শহরে ডিজিটাল শিক্ষার প্রসার বেশি হলেও গ্রাম অঞ্চলে কম নয়। বর্তমানে গ্রামের প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষার ছোঁয়া লেগেছে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ,বাড়িতে থাকব মজায় বেশ,মাল্টিমিডিয়ার বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে গ্রাম অঞ্চলে ডিজিটাল শিক্ষা প্রসার লাভ করছে। আমি কখনও চিন্তা করিনি আমার কর্মরত গ্রামঞ্চলের প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাবো। কিন্তু বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশব্যাপী ডিজিটাল ল্যাব স্থাপন হয়েছে।দক্ষিণ সুনামগঞ্জে মাদ্রাসায় একমাত্র আমার প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এখানে প্রতি মাসে ১৭ জন করে শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে থাকে। আমার প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত ডিজিটাল ক্লাস নিয়ে থাকেন। শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করেন।ইতোমধ্যে আমার প্রতিষ্ঠানের শিক্ষক ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষক মিছবাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রিত শিক্ষক বাতায়নে দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হয়েছেন। বলা যায় শুধু শহরে নয় গ্রামেও ডিজিটাল শিক্ষার প্রসার হচ্ছে।
লেখকঃ
আবুনছর মোঃ ইব্রাহীম
আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
দক্ষিণ সুনামগঞ্জ,সুনামগঞ্জ।