মুহিবুর রহমান একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন
সিলেটের সময় ডট কম, প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৮, ১০:২৩:২৪ পূর্বাহ্ণ
শেয়ার
বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্ণীল আয়োজনের মধ্যে দিয়ে মুহিবুর রহমান একাডেমির সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর দরগাহ্ মহল্লাহ পায়রাস্থ মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো: মুহিবুর রহমান বলেন, আজকের নতুন প্রজন্মরা আগামির স্বনির্ভর বাংলাদেশ গড়বে। খেলাধুলায় প্রতিটি মানুষের চিন্তা-চেতনা ও সংস্কৃতিকে পুলকিত করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সকল শিক্ষক, শিশিক্ষকা ও কর্মকর্তাবৃন্দ।