প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৮এর ম্যান অব দ্যা ম্যাচ পেয়েছেন তোফায়েল

“কুলাউড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৮” এর গ্রুপ N এ এমএম ক্রিকেট ক্লাব নিজেদের প্রথম ম্যাচে মোকাবিলা করে রাইজিং ষ্টার স্পোর্টিং ক্লাবের।

নির্ধারিত সময়ে খেলা শুরু হয়, টস জিতে এম এম ক্রিকেট ক্লাবের দলনেতা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত । দলনেতা তোফায়েল ও রানার নিয়ন্ত্রিত বোলিং রাইজিং ষ্টারের ব্যাটসম্যানদের চেপে ধরে, নিয়মিত বিরতিতে উইকেট পতন হলে নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয়। এমএমসিসি’র পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন দলনেতা তোফায়েল।

 

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এমএম ক্রিকেট ক্লাবের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান মান্না ও রুমেল ঠান্ডা মাথায় দলের জন্যে স্কোরের খাতায় রান তুলতে থাকেন। ৮২ রানের এই জুটি রাইজিং ষ্টারের জসিম ভাঙ্গেন দলীয় ৯ ওভারে। মান্না ২৯ বলে ৪৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ক্লাব। এম এম ক্রিকেট ক্লাব ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়।

এম এম ক্রিকেট ক্লাবের সংক্ষিপ্ত ব্যাটিং স্কোর :-

১) মান্না :- ৪৪ (২৯)

২)তারেক :-১৯(০৯)*

৩)রুমেল:-১৫(২৩)

ম্যান অফ দ্যা ম্যাচ:- “তোফায়েল”(এম এম সি সি)

এ বিভাগের অন্যান্য