সিলেট জেলা আ.লীগের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় নিজ নিজ দলের অভ্যন্তরে প্রশিক্ষক তৈরী করার লক্ষ্যে ৫ দিনব্যাপী কর্মসূচী মঙ্গলবার শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুদীপ্ত চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সায়ফুল আলম রুহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবা গাজী, জেলা আওয়ামী লীগের সদস্য হাজী মঈনুল ইসলাম, এড. বদরুল ইসলাম জাহাঙ্গির, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি হাজী সাইফুল আলম, ওসমানীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবলু, বিয়ানীবাজার আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আহাদ কনা মিয়া, নাজিম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের মোহিব উদ্দিন কাজল, জেলা মহিল আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, হাসিনা আখতার, নাজনিন আক্তার কনা, আহমদ হোসেন বাবুল, অঞ্জলা সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দলের ঐক্যই হচ্ছে দলের প্রাণশক্তি। দলকে বিজয়ী করতে হলে দলের সকল পর্যায়ে ঐক্যবদ্ধতা প্রয়োজন।’

নির্বাচনে জয়ী হতে হলে প্রশিক্ষণের গুরুত্বারোপ করে ডেমক্রেসি ইন্টারন্যাশনালের প্রশংসা করে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’

এ বিভাগের অন্যান্য