বিজয় দিবসে নগরবাসীকে সাবেক সিটি মেয়র কামরানের শুভেচ্ছা।
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদকা কামরান। সাবেক সিটি মেয়র সিলেটের সময় কে বলেন লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালির বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বর্ণোজ্জ্বল দিন বিজয় দিবস । বিজয় উৎসবের মূলে রয়েছে লাখ শহীদের বুকের তাজা রক্ত আর অগণিত মানুষের সীমাহীন ত্যাগ। যা জাতীয় জীবনে অম্লান ইতিহাস। বাঙালি জাতির জীবনে বিজয় দিবস এক আনন্দের দিন। এমনি এক দিনের প্রতীক্ষায় কেটেছে বাঙালির হাজারো বছর। বহু কাঙ্ক্ষিত সেই দিনটির দেখা মিলেছিল ইতিহাসের পাতায় রক্তিম আখরে লেখা এক সংগ্রামের শেষে ১৯৭১ সালে, ১৬ ডিসেম্বর ।এবারের বিজয় দিবসে জাতির সাথে নগরবাসীর দিনবদলের মুহূর্তে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সঙ্গে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।