বিসিসিতে ডি,আই,সিটি,প্রশিক্ষণার্থীদের সবংর্ধনা অনুষ্ঠান।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ কস্পিউটার কাউন্সিলে সিলেট’র আয়োজনে ডি,আই,সিটি,প্রশিক্ষণার্থীদের সবংর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন আধুনিক বিশ্বে সবচেয়ে গুর“ত্বপূর্ণ একটি খাত হ”েছ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)। বর্তমান যুগে এ খাতে যে দেশ যত সমৃদ্ধ তারাই বিশ্বে উন্নত বা সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত। আইসিটির ছোঁয়ায় বিশ্ব এগিয়ে চলছে তরতর করে। দেশকে তথা সমাজকে উন্নত ও সমৃদ্ধ করতে আইসিটি খাতের উন্নয়নের কোন বিকল্প নেই। মবরুর আহমদ সাজুর পরিচালনায় ও তোফায়ে আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিসিসির বিভাগীয় প্রধান প্রোগামার মধু সূদন চন্দ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন আধুনিক এ ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে বিশ্বের সকল দেশই আজ সখ্যতা গড়ছে আইসিটির সঙ্গে। পিছিয়ে নেই বাংলাদেশও। অবাধ তথ্য-প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই ডিজিটাল দেশ গড়ার ঘোষণা দিয়েছে সেটা এখন আর স্বপ্ন নয় বাস্তব। সে অনুযায়ী সরকারি-বেসরকারি প্রায় সকল ক্ষেত্রেই লেগেছে ডিজিটাল যুগের ছোঁয়া। সরকার আইসিটি খাতকে বিশেষ গুর“ত্ব দি”েছ। তথ্য প্রযুক্তি খাতে দেশের উন্নয়ন মানেই ব্যক্তির উন্নয়ন। কেননা, সমাজের মানুষের উন্নয় হলেই দেশের উন্নয়ন। বাংলাদেশ এ খাতে অভাবনীয় উন্নয়নে সরকারের প্রচেষ্টার পাশাপাশি ব্যক্তি প্রচেষ্টাও গুর“ত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এসময় বিশেষে অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিসিসি সিলেটে’র সহকারী প্রোগামার অলি উল্লাহ আহমেদ সিলেট লিডিং ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক মিনহাজুল হক ভুইঁয়া অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবিব ,ইমা বেগম,ফাবি রহমান,ফাহাদ আহমদ , জিয়া আল, পলাশ রায় ,আনিসুর রহমান মামুন আজির উদ্দিন প্রমুখ। রুহেল আহমদ সজল চন্দ রায় প্রমুখ অনুষ্ঠান শেষে বিসিসি সাম্প্রতিক আয়োজনে সিলেটের সেরা ১৬ ওয়েব ডেভেলাপার কে ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

এ বিভাগের অন্যান্য