বিশ্বনাথে সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের বিশ্বনাথে শনিবার বিকেলে প্রায় সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে সাথে নিয়ে ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত উন্নয়ন কাজগুলো হলো- প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ এবং ৩ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে বিশ্বনাথ-পনাউল্লাহ বাজার-কামাল বাজার রাস্তার পুনর্বাসন ও সময়ান্তর রক্ষণাবেক্ষণ।

এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় আব্দুল মুমিন চৌধুরী বাবু, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মোঃ রাজু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমদ শাহজাদা, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইশরাফুল হোসেন শামীম, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম, জেলা পরিষদের সদস্য সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।

উদ্বোধন শেষে উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, বোমা-ককটেল মেরে বিশৃংখলা সৃষ্টি করে, জঙ্গি-সন্ত্রাসীদের লালন পালন করে তারা যাতে রাষ্ট্রিয় ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকার সমবন্টনের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। অচিরেই বিশ্বনাথ উপজেলাকে পৌরসভা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, জাতীয় পার্টি পল্লী এলাকার উন্নয়নে বিশ্বাসী। পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বেই দেশের প্রত্যেকটি গ্রামে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে এহিয়া চৌধুরী’সহ জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচিত করুন।

এ বিভাগের অন্যান্য