ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি
ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দিপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আসলাম উদ্দিন, জেলা প্রশাসনের এডিএম মোহাম্মদ নাসির উল্লাহ খান, সিলেটের সিভিল সার্জন্ট হিমাংশু লাল রায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (উত্তর) মোহাম্মদ আজবার আলী শেখ, সিলেট সদর উপজেলার ভূমি কর্মকর্তা সিরাজা মুনিরা, উপ ভূমি সংস্কার কমিশনার আব্দুল হাই আল মাহমুদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোহাম্মদ হেলাল চৌধুরী, স্যাটেলমেন্ট কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ প্রমুখ।