পানি সমস্যা সমাধানে দ. সুরমাবাসীর পাশে মোমেন পত্নী সেলিনা
সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের কাজিরখোলা এলাকায় খাবার পানির তীব্র সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নিজ উদ্যোগে একটি ডিপ টিউবিওয়েল দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
নির্বাচনের সময় কাজিরখোলা এলাকার জনগনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তিনি একটি ডিপ টিউবওয়েল করার জন্য স্থান পরির্দশন করেন।
এসময় এলাকার মানুষ জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে খাবার পানির তীব্র সংকট চলছে। বিভিন্ন ডোবার পানি দিয়ে চলছে দৈনন্দিন কাজের জন্য প্রতি নিয়ত পানিবাহিত রোগের ভূগছেন।
এই সংকট সমাধানে সেলিনা মোমেন নিজ উদ্যোগে একটি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা দেন। এজন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জাবেদ সিরাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সফিউল আলম জুয়েলকে নির্দেশ দিয়েছেন।
এসময় এলাকার বিপুলসংখ্যক মানুষও উপস্থিত ছিলেন।