অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসনের অভিযান

 

স্টাফ রিপোর্ট:
প্রতিদিনের ন্যায়  বুধবার সিলেট নগরীর অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বুধবার দুপুরে আম্বরখানা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্স বিহীন ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে ‘নিউ যমুনা এন্ড সৈকত ব্রাদার্স’ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০০০০ টাকার অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া নগরীর মিরাবাজার এলাকায় ‘কর্ণফুলী গ্যাস হাউজ’ প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে লাইসেন্সে আবেদনকৃত বিক্রির সর্বোচ্চ পরিমাণের চেয়ে বিক্রির জন্য অত্যাধিক পরিমাণে সিলিন্ডার সংরক্ষণ করায় একই আইনে ২০০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান, বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যদল।

এ বিভাগের অন্যান্য