আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতালের যাত্রা শুরু
:স্বল্পমূল্যে সঠিক সেবার প্রত্যয় নিয়ে সিলেট নগরীর আম্বরখানা এয়ারপোর্ট রোডে যাত্রা শুরু করেছে ফ্রিডম জেনারেল হাসপাতাল। রোববার বিকেলে এ উপলক্ষে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল। দরগায়ে হযরত শাহজালাল র. মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি এতে দোয়া পরিচালনা করেন।
হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, হাইটেক মেডিকেল সার্ভিসেস- বাংলাদেশ এর চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাবেক সহ সভাপতি আমজাদ হোসাইন, আব্দুল কাদের তাপাদার ও বদরুদ্দোজা বদর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, হাইটেক মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক শামছু মিয়া, আম্বরখানা আল্লাহর দান কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদুদ্দিন আল নাসিরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, কবি- সাংবাদিক আব্দুল মুকিত অপি, মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট একরামুল হাসান শীরু, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ প্রমূখ।
অতিথিদের স্বাগত জানান ফ্রিডম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. রইছ উদ্দিন আলমগীর, পরিচালক (মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা. হারুন উর রশীদ, পরিচালক (অর্থ) ডা. রায়হান মাহমুদ ও আতিকুল ইসলাম।