দি চেম্বার অব কমার্স’র সদস্য হলেন কামরান তালুকদার
সিলেটের তরুণ ব্যবসায়ী ও উদ্যেক্তা ,ইমতিয়াজ কামরান তালুকদার। সিলেট দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এদিকে এসংগঠনের সদস্য নির্বাচিত করায় সিলেট চেম্বার এর কতৃপক্ষ নিকট ও ব্যবসায়ীবৃন্দের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ কামরান তালুকদার।জানাযায় কামরান তালুকদার সিলেটের বিভন্ন সামজিক সংগঠনের প্রতিনিধিত্ব করছেন অত্যন্ত দক্ষতার সহিত।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তালুকদার এগ্রো ফার্ম,পরিচালক শেখ সালেহা বেগম এন্টারপ্রাইজ, পরিচালক দ্য গোল্ডেন কি প্রাইভেট লিমিটেড,সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ,তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট ফ্রিডম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠাতা সভাপতি এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। তার এই সদস্য নির্বাচতি হওয়ায় সিলেটের তরুণ ব্যবসায়ী ও উদ্যেক্তার মাঝে বইছে আনন্দ ও উদ্দিপনার হাওয়া। বিজ্ঞপ্তি