নগরীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ডা: আরমান আহমদ শিপলু

হিন্দু ধর্মাবলম্বীদের  ধর্মীয় উৎসব সরস্বতী পূজার চলাকালে সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাআরমান আহমদ শিপলু। রবিবার রাতে তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মনিপুরি রাজবাড়ী পূজা মন্ডপ ও মির্জাজাঙ্গালস্থ নির্ম্বাক আশ্রমের পূজা মন্ডপ পরিদর্শন করেন।  ্এসময় উপস্থিত ছিলেন, মহানগর ও জেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ।ডাআরমান আহমদ শিপলু বলেন, বাংলাদেশ হচ্ছে ধর্মীয় স¤প্রীতির দেশ। এখানে মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছেন। এমন দৃষ্টান্ত বিশ্বের অন্যান্য রাষ্ট্রে বিরল। তিনি  বলেন, সাম্প্রদায়িক ঐক্যের কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসনীয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু যখনই প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব শুরু হয় তখন সবাই মিলে সে উৎসবে অংশগ্রহণ করে। আর সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিদর্শন শেষে পূজামন্ডপের সার্বিক খোঁজখবর নেন। নিরাপত্তা ব্যবস্থা দেখে  তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য