বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন এস.এম.নুনু মিয়া

 

আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকর পরিচালক এস এম নুনু মিয়া। সোমবার (৫ফেব্র“য়ারী) বিকেল ৩ টায় আওয়ামী লীগ ধানমণ্ডির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলাবাসীর আগ্রহে প্রার্থী হয়েছি আমার রাজনীতির আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেত্রী শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা। এর বাইরে আমার কোন পরিচয় নেই। এলাকাবাসী আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে তা রাজনীতিতে আমাকে আগামী দিনের পথ চলতে সাহায্য করবে । তাঁর প্রার্থী হওয়ার প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন এস.এম. নুনু মিয়া মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার বিষয়টি আমরা নৌকার বিজয় হিসাবে দেখেছি। নুনু বলেন, বিশ্বনাথ উপজেলায় অবকাঠামো উন্নয়নে নৌকার বিজয়ের জন্য তারা লিফলেটের মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দীর্ঘদিন যাবত তুলে ধরে একাট্টা রয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিনযাবত বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ এলাকায় গণসংযোগ করে নৌকার ভোট প্রার্থনা করছেন । এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসায়, রাস্তা-ঘাটসহ বিভিন্ন হাট-বাজারে ব্যানার, ফেস্টুন লাগিয়ে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

 

এ বিভাগের অন্যান্য