সিলেটে বিজয় উল্লাসে মেতেছে আ’লীগের নেতাকর্মীরা
মবরুর আহমদ সাজু:
সিলেট ১ আসনের প্রার্থী ড.মোমেনের কার্যালয়ের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজয় উল্লাসে মেতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেট ১৯ আসন থেকে থেকে আসা জয়ের খবরের কারণেই তাদের এ বিজয়ের আনন্দ উল্লাস বলে জানান উল্লাসরত নেতাকর্মীরা। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানাগেছে,নির্বাচনের ফলাফল প্রকাশিত না হলেও কিছু কিছু আসনের ফলাফল এসেছে যে, আওয়ামী লীগ জয় যুক্ত হয়েছে। এছাড়া ফলাফল অনুসারে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলেই তারা এ আনন্দ উল্লাসে মেতেছেন। যদিও এখনই আনন্দ মিছিল করতে নিষেধ করেছিলেন সিনিয়র নেৃতৃবৃন্দ। এ বিষয়ে সিলেট ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কেন্দ্রিয় আওয়াামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান সিলেট নির্বাচনে জয়ের ব্যাপারে বলেন, এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে যেসব খবর আমাদের কাছে আসছে, সে অনুসারে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। ফল গণনা অনুযায়ী সিলেট-১ আসনে এখন পর্যন্ত প্রাপ্ত ৮০ কেন্দ্রের ফলাফল: নৌকা- ১১৫২৪৩ ধানের শীষ-৪৩৪৮৯। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. মোমেন এগিয়ে ৭১৭৫৭