সুনামগঞ্জ-৩:নিজ ঘরে ভোটে হারলেন ঐক্যফ্রন্টের প্রার্থী পাশা
নিজের কেন্দ্রেই হারলেন সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। তিনি নিজ কেন্দ্র ১৮নং পাটলী মিনহাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান সাংসদ এম.এ মান্নানের কাছে পরাজিত হন তিনি। এ কেন্দ্রে শাহীনূর পাশা চৌধুরী ধানের শীষ প্রতিকে ৮শত ভোট পেয়েছেন ; তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম.এ মান্নান নৌকা প্রতিকে পেয়েছোন ৯শত ৮০ ভোট। এ কেন্দ্রে সর্বমোট ভোট ৩হাজার ২শত ১৩; ভোটাধিকার প্রয়োগ করেছেন ১হাজার ৭শত ৮৭ ভোট। এসব তথ্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জানা যায়।