নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান জাতীয় ঐক্যফ্রন্টের
নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান জাতীয় ঐক্যফ্রন্টের
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সাথে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার দাবিও জানায় তারা।
রোববার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন তার বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ড. কামাল হোসেন বলেন, সারা দেশ থেকে ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আ স ম আবদুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।