দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন এরশাদ
দুই দিনের ব্যক্তিগত সফরে সিলেট যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার দুপুর ১২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। ৩০ জুন বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় সিলেটের হোটেল রোজভিউতে উঠবেন হুসেইন মুহম্মদ এরশাদ। সেখান থেকে দুপুর আড়াইটায় সিলেটের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে একটি সামজিক অনুষ্ঠানে যোগ দেবেন। সিলেটের ওই হোটেলে রাত্রি যাপন করবেন তিনি।
সিলেট সফরে হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা ও দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর মো. খালেদ আকতার প্রমুখ।