কামরান কে নিয়ে স্বপ্ন দেখছে নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। ঘোষিত তফসীল অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৮ জুন) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। এবার সিসিকের চতুর্থ নির্বাচন হলেও এবারই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে মেয়র পদের নির্বাচন। আর, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন বিরাজ করছে ভোটের আমেজ।

এরমধ্যে সিলেটের মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তবে, সিলেটসহ তিন সিটিতে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি।

গত ২২ জুন সিলেটে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। নৌকা মার্কা নিয়ে এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দিতা করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তবে, দেরিতে হলেও সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকেই গতকাল (২৭ জুন) মনোনয়ন দিয়েছে বিএনপি।

এদিকে, আওয়ামী লীগ থেকে সিলেটের পাঁচ নেতা মনোনয়ন চান। এতে করে মনোনয়নের আগে কিছুটা অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয় আওয়ামী লীগে। যার প্রভাব পড়ে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোতেও। তবে, দল থেকে কামরানকে মনোনয়ন দেওয়ার পর দলের প্রার্থীকে বিজয়ী করতে সকল মতবিরোধ ভুলে একাট্টা হয়েছে সিলেট আওয়ামী লীগ। সম্প্রতি একসভার মাধ্যমে সকলে মিলে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা।

কামরানের পক্ষে আওয়ামী লীগ নেতাদের ঐক্য উজ্জ্বিবীত করেছে দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও। পূর্বের বিভিন্ন কোন্দল, মনমালিণ্য মিটিয়ে একাট্টা হচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত সোমবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার পরদিন বদর উদ্দিন কামরানের সমর্থনে সভা করেছেন সিলেটের মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার একই উদ্দেশ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সভা করেছে সিলেট মহানগর যুবলীগ। আর সবশেষ বুধবার রাতে কামরানের পক্ষে শ্রমিকদের সক্রিয় করতে সভা করেছে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর আওয়ামী লীগ।

এছাড়া বৃহস্পতিবার বিকালে তরুণ প্রজন্মকে নৌকার পক্ষে আগ্রহী করতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে বিশেষ সভা আহবান করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

সবমিলিয়ে সিলেটে নৌকার পক্ষে গণজোয়াড় তুলতে সকল প্রস্তুতিই গস্খহণ করছে সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ঐক্যবদ্ধ করতে সভা মেয়র পদে নিজের মনোনয়ন জমা দেবেন সিলেটের নৌকার মাঝি কামরান। সেখানেও সকল সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা করছেন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য