বিজিএমইএর কাছে মুচলেকা চেয়েছে আপিল বিভাগ
হাতিরঝিলে বহুতল অবৈধ ভবন ভাঙতে বিজিএমইএর কাছে মুচলেকা চেয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কত দিনের মধ্যে ভবনটি ভাঙতে পারবে এ মুচলেকা দিলেই বিজিএমইএর সময় আবেদনের বিষয়টি বিবেচনায় নেয়া হবে বলে জানিয়েছে আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ কথা বলেন। একইসঙ্গে ভবন ভাঙায় রাজউক কোনো পদক্ষেপ না নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
ভবন ভাঙতে আরো এক বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য ছিলো।
শুরুতে আপিল বিভাগ বলেন, এভাবে আর কতদিন? বার বার সময় চাচ্ছেন। কিন্তু ভবন ভাঙার বিষয়ে কোনো পদক্ষেপ নেই। বিজিএমইএর কৌসুলি কামরুল হক সিদ্দিকী বলেন, এবার সময় দিন। আদালত বলেন, মুচলেকা দিন আর সময় চাওয়া হবে না। কারণ আপনারা আদালতের আদেশ নিয়ে খেলা করছেন।
পরে বিজিএমইএর কৌসুলি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আদালতকে জানানো হবে।
আপিল বিভাগ ইতোপূর্বে দেয়া রায়ে বলেছিলো, বিজিএমইএ না ভাঙলে রাজউক ভবনটি ভাঙবে। তবে ভবন ভাঙার খরচ বিজিএমইএকে বহন করতে হবে।