টেস্ট থেকে সময়িক বিরতি নিচ্ছেন আমির

অভিষেকেই বল হাতে নজরকাড়েন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সবকিছু ঠিক মতো বুঝে ওঠার আগেই ম্যাচ ফিক্সিংয়ের কালিমা গায়ে মেখে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬-এ আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের আলো ছড়াতে থাকেন। তবে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে আরো দীর্ঘায়িত করার জন্য টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চাচ্ছেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতির বিষয় নিয়ে আমির ইতিমধ্যে দলের কোচ মিকি আর্থারের সঙ্গেও কথা বলেছেন। এ বিষয়ে মোহাম্মদ আমির বলেন, ২০১০’র পর থেকে ক্রিকেট আমার জন্য এক অন্য জিনিস।

সেই সময়ের পর আমি আমার জীবনের মূল্যবান পাঁচটি বছর হারিয়েছি। যদি আমি ওই সময়টা খেলতে পারতাম তাহলে আমার ক্যারিয়ারে টেস্ট সংখ্যা হতে পারত ৭০-৮০টি। আমি সেই ক্ষতি পুষিয়ে নিতে কিংবা হারানো সময় ফিরিয়ে আনতে পারব না। তবে আমি আমার কাজের চাপ কমাতে পারব। যাতে আমার ক্যারিয়ারটা দীর্ঘ হয়। একই সঙ্গে নিজের বয়সের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আসলে এখন প্রত্যেকটি দিনই আমার বয়স বাড়ছে। আমি জানি আমার ভক্তরা চায় আমি খেলা চালিয়ে যাই। কিন্তু আপনারা যদি বাস্তবতা মেনে নেন তাহলে দেখবেন আমি একজন মানুষ, আয়রনম্যান নই। আমি আমার ভক্তদের জন্য ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। লম্বা সময়ের জন্য দেশকে সেবা দিতে চাই। আমি এ পর্যন্ত ৩০টি টেস্ট খেলেছি। সামনের কয়েকটি বছর হয়তো আমি কিছু টেস্ট মিস করতে পারি। হয়তো ৫০ টেস্টের পর টেস্ট খেলা ছাড়তে পারি।

এ বিভাগের অন্যান্য