আমরিয়া আলিম মাদ্রাসায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

 

নিজেস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-১৮ ইং নির্ধারিত কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রথমে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ, কুজকাওয়াজ, র‌্যালী, ও ৮.০০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তারপর  স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার পরপর তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবুনছর মোঃ ইব্রাহীম ও পরিচালনা করেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তালুকদার।আলোচনা সভায় বক্তরা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সহ মৌলভী মাহবুবুল আলম,শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা অত্র মাদ্রাসার শিক্ষক মিছবাহ উদ্দিন,ফিরোজ আহমদ,নুরুন্নবী।সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মোঃ আব্দুল ওয়াহীদ,সহ মৌলভী সজীবুর রহমান, মানছুরা খাতুন,আব্দুল হাই ও রুবেল আহমদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য