৬ বছর পর সিনেমায় তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক ঃ

 

বছর দশেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তানিয়া বৃষ্টির। আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমাটি সেসময় খুব একটা সাড়া ফেলেনি। এরপর ছোট পর্দাতেই নিজেকে থিতু করেছেন অভিনেত্রী। এরপর মুক্তি পেয়েছিল তার আরো একটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।

২০১৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার পর তাকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। অবশেষে ৬ বছর পর আবারও ফিরছেন সিনেমায়। ইতিমধ্যে তানিয়া অংশ নিয়েছেন সিনেমাটির শুটিংয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’।

 

রায়হান খান পরিচালিত এ সিনেমাটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে ক্রাইম থ্রিলারও। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে রয়েছে প্রশ্ন।

সিনেমাটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষা শেষ হলো।

উল্লেখ্য, ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

এ বিভাগের অন্যান্য