কান উৎসবে ‘জঘন্য সাজ’ উর্বশীর!
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রুপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।
সময়টা বেশ খারাপই যাচ্ছে উর্বশীর। যা কিছুই করছেন অভিনেত্রী, হিতে বিপরীত হচ্ছে। সিম্প্রতি নিজের একাধিক বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। এবার কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করেও শুনছেন কটাক্ষ!
অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ।
গতকাল মঙ্গলবার (১৪ মে) পর্দা ওঠেছে কান চলচ্চিত্র উৎসবের।