আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছেন ৫২ রেমিট্যান্স যোদ্ধা
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।
এদিকে, অনুষ্ঠান ঘিরে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে, প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।
বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানা পেশার প্রবাসী বাংলাদেশীরাও উপস্থিত থাকবেন ।
অনুষ্ঠানের আহ্বায়ক ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।