বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস! পাত্রী কে?
দক্ষিণী তারকা প্রভাস বরাবরই আলোচনার তুঙ্গে। বাহুবলীর সাফল্যের পর বিশ্বব্যাপী তার ভক্ত-অনুরাগী এখন অগণিত। তাই প্রভাসকে ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে।
প্রভাসের সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন। তবে অপেক্ষার পালা বোধ হয় শেষ হতে চলেছে। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা!
সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।