বাস উলটে প্রাণ গেল ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ভারতের মহারাষ্ট্রের গন্ডিয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার গন্ডিয়া-আরজুনি সড়কের বিন্দ্রাবনা তোলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নাগপুর থেকে গন্ডিয়ার পথে ছিল।

পুলিশ জানিয়েছে, একটি রাজ্য পরিবহন শিবশাহী বাস গন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি ভান্ডারা ডিপো থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল। বিন্দ্রাবনা তোলা গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উলটে যায়।

এ দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং প্রায় ৩০ জন আহত হন। আহতদের গন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ দ্রুত শুরু করতে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ক্রেন মোতায়েন করা হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনার পরপরই ভুক্তভোগীদের জন্য ১০ লাখ রুপি তাত্ক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, গন্ডিয়া জেলায় ঘটা শিবশাহী বাস দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।

ফড়নবীশ আরও জানান, আহতরা প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজন হলে তাদের নাগপুরে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

এদিকে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য পরিবহন প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা বাড়ানো এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি উঠেছে। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য