নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলারামপুর উত্তর পাড়ায় আফরা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নডাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।