মধ্যরাতে ঘরে আগুন, প্রাণ গেল একই পরিবারের ৬ জনের
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জন মারা গেছে। সোমবার মধ্যারাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন দিনমজুর এমারুল হক। গভীর রাতে আগুনে এমারুল, স্ত্রী পলি আক্তার, সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা আগুনে পুড়ে মারা যায়। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি বাইরে থেকে তালা ও সিটকানি লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল।