নির্দেশের পরও বেশির ভাগ থানায় যোগ দেয়নি পুলিশ
সিলেটের সময় ডেস্ক :
অন্যদিকে গতকাল সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশ প্রধান (আইজিপি), র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাক্ষাৎ করেন। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।
কালের কণ্ঠ’র চট্টগ্রাম ব্যুরো অফিস জানিয়েছে, চট্টগ্রাম নগরীর ১৬ থানায় কাজে যোগ দেননি পুলিশ সদস্যরা। নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি বলে কালের কণ্ঠকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে কাজে ফেরানোর চেষ্টা চলছে।’
সদরঘাট থানায় দায়িত্ব পালন করা আনসারের এক সদস্য গতকাল বলেন, ‘সারা দিন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের কেউ থানায় আসেননি। আমরাই থানার জিনিসপত্রের দায়িত্বে রয়েছি। আমাদের সহযোগিতা করেছে ছাত্ররা।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের এক এসআই কালের কণ্ঠকে বলেন, ‘আমরা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা শুধু আদেশ পালন করি। এই আদেশ পালন করতে গিয়ে আমরা হামলার সম্মুখীন হয়েছি। হামলায় কতজন পুলিশ সদস্য মারা গেছেন, সেটাও আমরা জানি না। নিরাপত্তাহীনতার কারণে আমরা এখনো কাজে যোগদান করিনি।’
