টিকটক অফিসে খাদ্যে বিষক্রিয়া, ৫৭ কর্মী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

সিঙ্গাপুরে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৬০ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাইটড্যান্স জানায়, গতকাল মঙ্গলবার ৬০ জন গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। কর্মীদের অসুস্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাইটড্যান্সের অফিসগুলোতে কোনো খাবার প্রস্তুত বা রান্না করা হয় না। তারা তৃতীয় পক্ষের ক্যাটারারদের সাহায্যে কর্মীদের খাবার সরবরাহ করে থাকে।

সিঙ্গাপুরের বিজনেস ডিস্ট্রিক্টের ওই ভবনে অসুস্থ কর্মীদের চিকিৎসা দেওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

বাইটড্যান্সের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আক্রান্ত কর্মীদের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’

এ বিভাগের অন্যান্য