তামিমের সঙ্গে কেন দূরত্ব বেড়েছে, খোলাসা করলেন সাকিব

খেলাধুলা ডেস্ক ঃ

 

অনেকদিন ধরেই দেশের ক্রিকেটের সবচেয়ে চর্চিত বিষয় সাকিব আল হাসান-তামিম ইকবাল সম্পর্ক। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে রওনা দেওয়ার আগে সাকিব-তামিমের পাল্টপাল্টি বক্তব্যে দেশের ক্রিকেট সমর্থকরা ভাগ হয়ে পড়ে দুই ভাগে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও আলোচনা উঠল সাকিব-তামিম সম্পর্ক নিয়ে।

নতুন করে বাংলাদেশের ক্রিকেটের সেরা এই দুই তারকাকে নিয়ে আলোচনা ওঠার কারণ ওটিটি প্লাটফর্মে সাকিবকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র ‘সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল’। যেখানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সাকিব।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব খেলতে ওয়েস্ট ইন্ডিজে আছেন সাকিব। প্রামাণ্যচিত্রটি বানানো হয়েছিল অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে রওনা দেওয়ার আগেই।

তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেন, ‘কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না।’

একসময় দুজনের বাসা একই বিল্ডিংয়ে ছিল। মূলত পাারিবারিক ব্যস্ততায়ই যে দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে সেটাও উল্লেখ করলেন সাকিব, ‘আমি বিয়ে করলাম। সে-ও বিয়ে করল। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় হওয়াতে সময় দেওয়া কমে যায়। স্বাভাবিকভাবেই আগের টানটা ধীরে ধীরে কমতে থাকে।’

দেশের এক বেসরকারি টেলিভিশনকে সাকিবের দেওয়া সাক্ষাৎকারে সাকিব-তামিম সম্পর্কের আগুনে যেন ঘি পড়ে। তবে সেই সাক্ষাৎকার কারও প্রতি বার্তা দেওয়ার জন্য নয় বলেও মনে করালেন সাকিব, ‘না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দিইনি। এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছিল, (ভারতে বিশ্বকাপে খেলতে) যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া ভালো। যাতে করে মানুষ জানে কী হয়েছে এবং কী কারণে এমন পরিস্থিতি তৈরি হলো।’

এ বিভাগের অন্যান্য