যাদুকাটা নদীতে ভারতীয় মদের চালানসহ দুই যুবক আটক

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী পথে নৌকা দিয়ে ভারতীয় মদের চালান পাচারের সময় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে যাদুকাটা নদীর পাঠানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন (২৪) ও একই গ্রামের মৃত সবজালাল মিয়ার ছেলে আসাদ নূর (২৫)।

পুলিশ জানায়, যাদুকাটা নদী দিয়ে ভারতীয় মদের চালান নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম যাদুকাটা নদীর পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী দুজন পালিয়ে যায়। এসময় দুই জনকে আটক করে তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল বিদেশি মদ ও কাঠের তৈরী একটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করে করা হয়।

এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে ও অপর দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য