বগুড়ায় অটোভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ২ যাত্রী নিহত
বগুড়া সদরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনাকবলিত বাসটির এক যাত্রী বলেন, বাসটিতে হেলপার ছিল না। যে কারণে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।