রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের দুর্নীতি, জাল-জালিয়াতি ও অর্থ আত্মাসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। পরে হাইকোর্ট এ সংক্রান্ত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইয়ামিন নেওয়াজ খান।
পরে দুদকের আইনজীবী বলেন, ‘লাগামহীন দুর্নীতি, বিক্রি করা জমি বন্ধক রেখে প্রতারণার মাধ্যমে ২৭০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত ১৮ এপ্রিল এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিদ্ধান্তটি আদালতকে জানিয়েছি।
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে গত বছর ২৬ নভেম্বর দুদকে লিখিত অভিযোগ দেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. সুফি সাগর শামস। সংস্থাটির চেয়ারম্যানকে দেওয়া অভিযোগে রফিকুলের একাধিক দুর্নীতি ও জাল-জালিয়াতির কথা উল্লেখ করে এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
ওই দিন দুদকের আইনজীবী আদালতকে বলেন, রিট আবেদনকারীর অভিযোগ দুদকের বিবেচনায় রয়েছে। এটার (অভিযোগের) ওপর কাজ করছে দুদক।
তখন হাইকোর্ট দুদককে অভিযোগের বিষয়ে পদক্ষেপ জানাতে বলে শুনানি পিছিয়ে দেন। সে ধারাবাহিকতায় রিট আবেদনটি শুনানিতে উঠলে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক।