পুলিশের অনুমতি পায়নি আওয়ামী লীগ, ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ার সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ। আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর এভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ৩টায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা ছিল।

এ বিভাগের অন্যান্য