হামাস নেতাদের কাতার ছাড়ার চাপ, সবশেষ যা জানা গেলো
আন্তর্জাতিক ডেস্ক ঃ
কয়েকটি বিদেশি ও আরব গণমাধ্যমে খবর প্রচার করা হয়েছে কাতার ছাড়ার জন্য হামাসের নেতাদের চাপ দেয়া হচ্ছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির একটি সূত্র লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিনকে নিশ্চিত করেছে যে, কাতারের পক্ষ থেকে এমন কোনো চাপ নেই।
ওই সূত্র জানিয়েছে, হামাসের রাজনৈতিক নেতারা থাকার জন্য কোনো বিকল্প বাসস্থান খুঁজছেন না।
হামাসের নেতারা জানিয়েছেন, ইসরায়েলের সাথে সমঝোতার কোনো ভিত্তিই এখনো তৈরি হয়নি।
ওই সূত্র আরো জানিয়েছে, হামাস মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কোনো যোগাযোগ হয়নি। হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়া না হলে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার সুযোগ না দিলে কোনো আলোচনা নয়।