মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত চুনারুঘাটের যুবক গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় শাকিলুর রহমান (২৫) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে (২১ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক সুবীর চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী সুন্দরপুর গ্রামে মোঃ শাকিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিলুর রহমান আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সুন্দরপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মোঃ শাকিলুর রহমান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত।তার বিরুদ্ধে চুনারুঘাট সহ দেশের বিভিন্ন স্থানে মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে মোঃ শাকিলুর রহমান দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। মাদকের মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য