বাবার বিস্ফোরক অভিযোগের পরও স্ত্রীর প্রশংসা করলেন জাদেজা

খেলাধুলা ডেস্ক ঃ

 

সম্প্রতি ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন জাদেজার বাবা অনিরুদ্ধসি; কিন্তু তারপরও স্ত্রীর পাশেই দাঁড়াচ্ছেন জাদেজা।

বাবার অভিযোগের পর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে স্ত্রীর বিরুদ্ধে করা বাবার সব অভিযোগ অসত্য। এবার স্ত্রী প্রশংসা করলেন রবীন্দ্র জাদেজা।

রোববার রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩৪ রানের রেকর্ড জয় পায় ভারত। রাজকোট টেস্টে (১১২) সেঞ্চুরির পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৭ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন জাদেজা।

ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর একটি ভিডিও বার্তায় জাদেজা বলেন, ‘ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া খুব গর্বের। একই টেস্টে শতরানও করেছি। ঘরের মাঠে ম্যাচ সেরা হওয়ার অনুভূতি আলাদা। এই পুরস্কার আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। পর্দার আড়ালে সব থেকে বেশি পরিশ্রম ও করে। আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দেয়। ও আমার শক্তি।’

কয়েক দিন আগে সংবাদমাধ্যমে জাদেজার বাবা ছেলে সম্পর্কে বলেন, ‘সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার কোনো সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দু’তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি। ওরা আলাদা বাড়িতে থাকে। একই শহরে থেকেও দেখা হয় না। আমি জানি না ওর স্ত্রী রবীন্দ্রের ওপর কী জাদু করেছে।’

অনিরুদ্ধসিং আরও বলেন, ‘ও আমার ছেলে, এটাই এখন আমার সব থেকে বড় যন্ত্রণার জায়গা। ওকে বিয়ে না করালেই ভালো হতো। রবীন্দ্র ক্রিকেটার না হলে আরও ভালো হতো। তাহলে আমাদের জীবন অনেক সহজ হতো। বিয়ের তিন মাসের মধ্যে রবীন্দ্রের স্ত্রী সব সম্পত্তি ওর নামে লিখে দিতে বলে। আমাদের পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে। ও পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীন জীবন চেয়েছিল। আমি ভুল হতে পারি, নয়নাবা (জাদেজার বোন) ভুল হতে পারে, কিন্তু কী করে পরিবারের আরও ৫০ জন ভুল হতে পারে? ওদের সঙ্গে পরিবারের কারও কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘কোনো কিছু লুকাতে চাই না। গত পাঁচ বছরে নাতনির মুখ দেখিনি। সব কিছুই দেখে রবীন্দ্রর শ্বশুরবাড়ির লোকেরা। সব কিছুর মধ্যে ওরা মাথা গলায়। রবীন্দ্রর টাকার দিকে ওদের নজর।’

বাবার এমন অভিযোগ অস্বীকার করে জাদেজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন- ‘এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যে জিনিসগুলো বলা হয়েছে, তার কোনো অর্থ নেই। সব মিথ্যা। একপক্ষের কথা বলা আছে ওখানে। সব অভিযোগ অস্বীকার করছি। আমার স্ত্রীর চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে; কিন্তু সেগুলো সবার সামনে বলা ঠিক নয় বলেই আমি মনে করি।’

এ বিভাগের অন্যান্য