‘ডিবি পরিচয়ে’ ঈগল প্রার্থীর সমর্থককে ঘুম থেকে তুলে মারধর

সিলেটের সময় ডেস্ক :

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামে মঙ্গল চন্দ্র বিশ্বাসের (৬৫) বাড়িতে গভীর রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যায় দুর্বৃত্তরা। তাকে ঘুম থেকে তুলে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামে এ হামলা হয়। এ সময় মঙ্গল চন্দ্রের বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অভিযোগ উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর পক্ষে কাজ করায় মঙ্গল চন্দ্রের ওপর এ হামলা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ বাদী হয়ে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মঙ্গল চন্দ্র বিশ্বাসের বড় ছেলে সঞ্জয় বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে বাবা স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকে কাজ করেন। পাশের গফুর, রফিক, আলম, আলীসহ তাদের লোকজন বিএনপির রাজনীতি করলেও এবারের নির্বাচনে তারা নৌকার পক্ষে কাজ করেন। এর আগেও আমার বাবাকে তারা মারধর করে। এ নিয়ে থানায় মামলা হয়। মামলাটি আদালতে চলমান রয়েছে। গতকাল রাত পৌনে ২টার দিকে ১৫-১৬ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে এসে ডাকাডাকি করে। তখন বাবা উঠলে তাকে পিটিয়ে দুটি পা ও একটি হাত ভেঙে দেয়। বাড়ির অন্য লোকজন তাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে। পরে ঘরে থাকা ব্যাবসার ২ লাখ ৯৩ হাজার নগদ টাকা, একটি স্বর্ণের চেন, এক জোড়া স্বর্ণের কানের দুল ও তিনটি মোবাইল ফোন লুট করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বীরদর্পে চলে যায়।’

এ বিষয়ে অভিযুক্ত গফুর, রফিক, আলম, আলী পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কথা বলতে রাজি হননি।

স্থানীয় স্কুলের শিক্ষক পরিমল বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে। পরে লোকজনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

রাজবাড়ী-২ আসনের নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘এ ধরনের ন্যাক্কারজনক হামলার সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

রাজবাড়ী জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, জেলা থেকে ডিবির কোনো দল লাড়িবাড়ী এলাকায় অভিযানে যায়নি। এ বিষয়ে কালুখালী থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিভাগের অন্যান্য