জামালগঞ্জে পুড়ে যাওয়া ৭ পরিবারের পাশে এমপি রঞ্জিত
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ৭ পরিবারের পাশে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের ভুঁইয়ারহাটি গ্রামে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের খোঁজ খবর ও অনুদান দিতে সরেজমিনে আসেন এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। এসময় ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে ২ বান করে টিন, ৬ হাজার করে টাকা ও সদস্যদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণকালে এমপি রঞ্জিত চন্দ্র সরকার বলেন, আপনাদের বাড়িঘর আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথেই আমি ফোনে খোঁজ খবর নিয়েছি। এবং সরকারীভাবে উপজেলা প্রশাসন থেকে আপনাদেরকে অনুদান দিতে বলেছি। আপনার ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার করে টাকা পেয়েছেন। এবং আমি আজ যতটুকু দিয়ে গেলাম তা দিয়ে আপনাদের ক্ষতি পূরণ করা যাবেনা। তবুও আপনারা আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। এসময় ২ জন শিক্ষার্থীর এইচএসসির সনদ পুড়ে গেছে শুনে দুঃখ প্রকাশ করেন এবং শিক্ষা বোর্ড থেকে সনদ তুলতে সকল সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, ভীমখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আক্তারুজ্জামান শাহ, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমীক লীগের সদস্য সায়েম পাঠান।
উল্লেখ্য : গত সোমবার রাতে ভূইয়ার হাটি গ্রামে হোসেন মিয়ার বসত ঘর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে ৭ টি ঘর পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।