ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগের মামলায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলের ভেতরেই মামলার শুনানি চলছিল। সেখানেই ইমরানকে ১০ বছরের সাজার রায় শোনানো হয়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও বিশেষ আদালত ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
পাকিস্তানে এই মামলা ‘চিপার কেস’ নামেও পরিচিত। চিপার-অর্থাৎ সাংকেতিক ভাষায় লেখা কিছু বার্তা। অভিযোগ, ওয়াশিংটন থেকে পাকিস্তানি রাষ্ট্রদূতের পাঠানো এমনই একটি বার্তা ইমরান এবং কুরেশির হাতে উঠেছিল। যাতে লেখা ছিল, ‘ইমরানকে তাঁর পদ থেকে সরাতে সহযোগীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিচারককে সম্প্রতি বলা হয়েছিল দ্রুত বিচারকাজ শেষ করতে। ইমরান খানের দল পিটিআই বলেছে, তারা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে। এ ছাড়া এই রায়কে তারা উপহাস বলে অভিহিত করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অভিযোগ উঠেছে, পিটিআইকে কর্তৃপক্ষ নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। ইমরান খান অন্য আরো অনেক আইনি মামলাও লড়ছেন।
সূত্র : বিবিসি