নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইসরায়েলি পুলিশ তেল আবিবে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের অব্যাহত যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের আহ্বানের দাবি করেছে। ইসরায়েলি পত্রিকা ‘ইয়েদিওথ আহরোনোথ’ অনুসারে, কাপলান স্কোয়ারে শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে পুলিশ এবং তারা যে সরঞ্জাম দিয়ে প্রতিবাদ করছিল তা জব্দ করা করে।
প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা নির্বাচন এবং নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করার জন্য স্লোগান দেয়।
ইসরায়েলের আরো বেশ কয়েকটি অঞ্চলেও হাজার হাজার বিক্ষোভে অংশগ্রহণকারী নেতানিয়াহু সরকারের বরখাস্ত এবং গাজায় বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ এবং ইয়েদিওথ আহরোনোথের মতে, ওই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, জেরুজালেম, হাইফা, সিজারিয়া, কেফার সাভা, রেহোভট এবং বের্শেবা।
বিক্ষোভ তীব্র হওয়ায় নেতানিয়াহু গাজায় জিম্মিদের পরিবারের বিক্ষোভকে ‘অকার্যকর এবং হামাসের দাবির সমর্তন’ বলে সমালোচনা করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করেছেন, গাজায় এখনও ১৩৬ জন জিম্মি রয়েছেন।