থাইল্যান্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২০ নিহত
আন্তর্জাতিক ডেস্ক ঃ
থাইল্যান্ডের ব্যাংককে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে প্রায় ২০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে কিন্তু এখনও কোনো জীবিতদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সময় গতকাল বুধবার (১৭জানুয়ারি) এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যাংকক থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪.৫৬ মাইল) উত্তরে সুফান বুরি প্রদেশে দুপুরে ঘটনাটি ঘটে এবং কী কারণে এমন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
প্রাদেশিক গভর্নর নাত্তাপাট সুয়ানপ্রতীপ রয়টার্সকে বলেন, ‘সব শ্রমিক নিহত হয়েছে কিনা আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্ত করতে ঘটনাস্থলে প্রবেশ করছেন। তারা কোনো জীবিতকে খুঁজে পাননি।’ প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২০ জন বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশের একটি বিবৃতি অনুসারে, এ ঘটনায় আরো অনেক আহত হয়েছেন।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কি না জানতে চেয়ে বিস্ফোরণের কারণ সন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী।
এর আগে গত জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির একটি বড় গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স