ভোট বর্জন করায় জনগণকে ফুল দিলেন বিএনপি নেতারা
সিলেটের সময় ডেস্ক :
দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ খুব একটা হয়নি। এ কারণে দ্বাদশ সংসদে নির্বাচিতদের শপথের দিনে জনগণকে ফুল দিয়ে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় সাধারণ মানুষের হাতে গোলাপফুল তুলে দেন বিএনপির এই নেতা।
‘নতুন সংসদ সদস্যদের শপথ জনগণ গ্রহণ করবে না’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ভোট বর্জনে জনগণকে ফুলেল শুভেচ্ছা। অবৈধ নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছি এই ভোটে অংশ না নেওয়ার জন্য।’
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন’ আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, ‘গত দুবারের মত নতুন সংসদও অবৈধ। এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তাই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করে নাই। আমরা মনে করি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।’
পূর্বঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার থেকে সারা দেশে গণসংযোগ করছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর গুলশান-১ এ দলের নেতা–কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’