‘কাঁচাবাদাম’ গানে নেচে কোটিপতি অঞ্জলি, অর্থকষ্টে ভুবন বাদ্যকর
বিনোদন ডেস্ক ঃ
ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে গানের মাধ্যমে বাদাম বিক্রয় করতেন ভুবন বাদ্যকর। কাঁচাবাদাম গান গেয়েই দেশে-বিদেশে ভাইরাল হয়েছিলেন তিনি।
কাঁচাবাদাম গানের ভিডিও, রিলস বানিয়েছেন টালিউড-বলিউডের নায়ক-নায়িকারাও। কেউ কেউ এর মাধ্যমে সামাজিকমাধ্যম থেকে উপার্জন করেছেন লাখ-লাখ টাকা। পেয়েছেন অনেক খ্যাতিও।
প্রথম দিকে বিভিন্ন জায়গায় গানের জন্য ডাক পড়লেও এখন আর ভুবনকে কেউ মনে করেন না। ফলে সম্প্রতি অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে ভারতের এই ‘ভাইরাল’ ব্যক্তিকে।
ভারতীয় সংবাদমাধ্যম আজতাককে ভুবন জানিয়েছেন, তিনি এখন নিঃস্ব। ব্যাংকে যা টাকা ছিল তা প্রায় শেষ। এখন আর কেউ তাকে সেভাবে ডাকেন না। ফলে রোজগার নেই। এমন অবস্থায় তিনি সাহায্য চাইছেন অঞ্জলি অরোরার কাছে।
অঞ্জলি অরোরার ‘কাঁচাবাদাম’খ্যাত অভিনেত্রী। এই গানে রিল বানিয়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জলি। পাশাপাশি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’ও হাজির হয়েছিলেন তিনি।
ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে নেচে ভাইরাল এই তরুণী কোটি টাকার বাড়ি কিনেছেন। শুধু তাই নয়, মাত্র ২৪ বছর বয়সেই নিজের গাড়িও কিনেছেন তিনি। ভক্তরাও বলেন, অঞ্জলি পরিচিতি পেয়েছেন ‘কাঁচাবাদাম’ গানে নেচেই। এর পর তিনি অনেক রিল বানিয়েছেন, সেসবও জনপ্রিয়তা পেয়েছে। তবে শুরুটা ভুবন বাদ্যকরের গানেই।
এ বিষয়ে ভুবন বলেন, ‘শুনেছি, অঞ্জলি নামের একজন আমার গানে রিলস বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নাকি গাড়ি-বাড়ি করেছেন। অথচ আমার অবস্থা আজ করুণ। আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। তিনি তো আমার গানে রিলস বানিয়েই জনপ্রিয় হয়েছেন। অথচ আমি কিছুই করতে পারলাম না। বাড়ি বানাতে শুরু করেছিলাম। শেষ করে উঠতে পারিনি। এখন আর বাদামও পাওয়া যাচ্ছে না যে বিক্রি করব। আমার ছেলে কাজ করে, তা দিয়েই কোনোরকম সংসার চলছে।’
অঞ্জলির কাছে কেন সাহায্য চান? উত্তরে আজতাককে ভুবন বলেন, ‘গানটা তো আমিই লিখেছিলাম। সুর দিয়েছিলাম, গেয়েছিলাম। সেই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর আমার এমন অবস্থা, নিজের গানই গাওয়ার অধিকার নেই। তাই আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। যেন উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। রিলস উনি বানিয়েছেন। কিন্তু গান তো আমারই। আমারও তো কিছু প্রাপ্য আছে। সেটা জানাব।’