নৌকার বাহারকে ১ লাখ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করল ইসি
কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিন দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে তাঁদেরকে এবং তা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
এর আগে শুনানি শেষে কুমিল্লা-৬ আসনের প্রার্থী বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার ব্যাখ্যা আমি দিয়েছি।
আচরণবিধি ভঙ্গের দায়ে তলবের জবাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছিলেন এমপি বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্রনাথ শম্ভু। শুনানি শেষে এমপি বাহার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও এমপি শম্ভু চুপ ছিলেন। একাধিকবার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে গত সোমবার বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় ইসি।