হিরানি জাদুতে মুগ্ধ করলেন শাহরুখ
মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডানকি।’ এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল দর্শকদের আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। একদিকে বলিউডের সবচেয়ে গুণী নির্মাতাদের মধ্যে অন্যতম হিরানি, অপরদিকে সুপারস্টার শাহরুখ খান।
সিনেমার গল্পে দেখা যায়, হার্ডি (শাহরুখ খান) পেশায় একজন সেনা অফিসার ছিলেন।
সিনেমাহল থেকে বেরিয়ে ডানকির মুগ্ধতায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শক অনুরাগীরা। সামাজিক মাধ্যমেও একের পর এক পজিটিভ রিভিউ আসতে শুরু করেছে ডানকির। সমালোচক থেকে সাধারন দর্শক, ডানকির জয়জয়কার সবার মুখে। কারো কারো মতে, এটিই শাহরুখ খানের ক্যারিয়ার সেরা সিনেমা। কেউ বা বলছেন, এই দর্শকে কালজয়ী সিনেমা হিসেবেই ডানকি থেকে যাবে দর্শকমনে।
রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।
